ভারতে ওয়াকফ সম্পত্তি দখল
ভারতে ওয়াকফ সম্পত্তি দখল – মুসলিমবিশ্বে খিলাফাহ ও ইমারাহ থাকাকালে “ওয়াকফ” ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রচলন। ধনী মুসলমানরা অথবা সুলতান মসজিদের জন্য এবং পড়াশোনার জন্য বিভিন্ন মাদরাসায় ও মুসাফিরদের জন্য বসবাসের জায়গা দান করতেন। এর ফলে বহু ওয়াক্ফকৃত জমি থাকত মসজিদ, মাদরাসা ও অন্যান্য ধর্মীয় কাঠামোর অধীনে। এখান থেকেই উক্ত প্রতিষ্ঠানের অর্থনীতির চাকা সচল থাকত।