বিয়ন্ড ডেমোক্রেসি
বিয়ন্ড ডেমোক্রেসি বইটার ব্যাপারে কাভারে লেখা আছে, ২০ টি ভাষায় অনূদিত হয়েছে এবং কোনো সময়ের বেস্ট সেলার বইও ছিল এটি। বইটাতে আলাদা কি আছে, তা জানতাম না পড়ার আগে। ওয়াফিলাইফে কোনো একদিন এমনিতেই ক্রল করার সময় বইটা সামনে আসে। নামটা দেখেই কেমন যেন অদ্ভূত লাগলো। ডেমোক্রেসি নিয়ে কথা বলবে! গণতন্ত্র নিয়ে! গণতন্ত্রকে তো হারাম জানি