রোমান সাম্রাজ্যের পতনের কারণ

রোমান সাম্রাজ্যের পতনের কারণ – ইতিহাসের বিখ্যাত রোমান সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল হাজার বছরের বেশি সময় ধরে কিন্ত এরপরও শেষ পর্যন্ত টিকে থাকে নি এই সাম্রাজ্য, সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণের মধ্যে আমরা মূল মূল কারণগুলো এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ।

রোমান সাম্রাজ্যের পতনের কারণ ও ৬ষ্ঠ শতাব্দীতে খৃস্টধর্মের অবস্থা

হযরত ঈসা আ. পৃথিবী ছেড়ে মহান আল্লাহর নিকট চলে যাওয়ার পর থেকে খৃস্টধর্মের প্রচার-প্রচারণা বাড়তে থাকে।

এর পাশপাশি ইহুদিদের সাথে সংঘাত, বিভিন্ন রাজা-বাদশাহর সাথে সংঘাত তো ছিলই।

তাই খৃস্টধর্মের পণ্ডিতরা নিজেদের প্রয়োজনে ও সুবিধার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি ধর্মে যুক্ত করে ও রহিত করে।

এর ফলে একটা সময় দেখা যায়, এই ধর্মের বিস্তৃতি ও ব্যাপকতা এত বেশি ছিল না, যার মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করা যায়।

খৃস্টধর্মের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সেন্ট পল আসার আগে এর মধ্যে কিছুটা নীতি ছিল। কিন্তু সেন্ট পল এসে সেটিও মিটিয়ে দিলেন।

খৃস্টধর্মের আড়ালে প্রচার হতে লাগলো পৌত্তলিক চিন্তাধারা। ধর্ম থেকে ১৮০ ডিগ্রি উল্টো দিকে গিয়ে আদেশ-নিষেধ প্রদান করা শুরু করলো ধর্মগুরুরা।

৪র্থ খৃস্টীয় শতাব্দীতেই খৃস্টধর্ম একটি জগাখিচুড়িতে পরিণত হয়।।

এর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে গ্রিক পৌরাণিক কাহিনী, রোমান পৌত্তলিকতা, মিসরীয় নব্য-প্লেটোবাদ ও বৈরাগ্যবাদ।

রোমান সাম্রাজ্যে ধর্মীয় গৃহযুদ্ধ ও রোমান সাম্রাজ্যের পতনের কারণ

রোমান সাম্রাজ্য একটা সময় খৃস্টধর্ম গ্রহণ করলেও তা ছিল পৌত্তলিকতার আদলে খৃস্টধর্ম। আস্তে আস্তে ধর্মীয় জ্ঞানের মধ্যেও আসতে থাকে জটিলতা।

মানুষ তখন ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক করতো এবং এমন এমন মতানৈক্য সামনে আনতো যা ছিল অপ্রয়োজনীয়, অপরিপক্ক।

একটা সময় ধর্মীয় এসব বিবাদ যুদ্ধ ও রক্তাক্ত পরিবেশে রূপ নেয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে গির্জা, মানুষের ঘর-বাড়ি থেকে এলাকার হাট-বাজার, সর্বত্র প্রতিদ্বন্দ্বী শিবিরে পরিণত হয়।

দেশে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। এই সময় রাজার চিন্তাধারা হয় চুড়ান্ত।

সম্রাট তখন দেশের সকল মানুষকে এক চিন্তাধারায় আনার জন্য সর্বশক্তি প্রয়োগ করে।

রোম সম্রাট তখন রাজার বিরোধী চিন্তাধারা লোকদের উপর এমন কঠিন শাস্তি দেয়, যা ভাবতে গেলেও লোম দাঁড়িয়ে যায়।

তাদের মধ্যে বৈরিতা ও দ্বন্দ্ব এতটাই বেড়ে গিয়েছিল, দেখে মনে হতো তারা হয়তো ভিন্ন দুই ধর্মের লোক।

রোমান সাম্রাজ্যের সামাজিক বিশৃঙ্খলা ও পতনের কারণ

রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চলে সামাজিক বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল।

রাজ্যের সাধারণ জনগণ প্রচণ্ড বিপদ আপদের মধ্যে থাকাবস্থাতেও তাদের উপর অতিরিক্ত ট্যাক্সের ভার চাপিয়ে দেওয়া হয়েছিল।

ফলে রাজ্যবাসীরা ছিল রোমানদের উপর চরম ক্ষিপ্ত। একটা সময় মানুষ বাধ্য হয়ে ছিনতাই, খুন ও আরো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে

৫৩২ খৃস্টাব্দে একটি হাঙ্গামায় রোম সাম্রাজ্যের রাজধানীতেই ৩০ হাজার মানুষ নিহত হয়। মানুষের সেই সময়ে সাথে থাকা সম্পদের চেয়েও চাহিদা বেশি ছিল।

অতিরিক্ত সম্পদ উপার্জনের সময় তারা পরিশ্রম না করে খুন, ডাকাতি ও চুরিকার্যের মাধ্যমে চাহিদা মেটাতো। আস্তে আস্তে বড় বড় শহরগুলোতে অধঃপতন দেখা দেয়।

অর্থনৈতিক মন্দা ও মাত্রাতিরিক্ত করের কারণে রোমান সাম্রাজ্যের পতনের ঘন্টা বাজছিল।

ইতিহাসের অন্যতম রোমান সাম্রাজ্যের পতনের কারণ ছিল আরো অনেক। এখানে এর মূল কিছু অংশ উল্লেখ করা হলো।

এছাড়াও ইসলাম ছড়িয়ে পড়ার পর ইসলামে প্রবেশ না করে তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছে।

ইসলামের উত্থানের সময়ে আস্তে আস্তে রোমানরা ভূমি ও জনসমর্থন হারাতে থাকে।

মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকে। বৃহত্তর শাম অঞ্চল (বর্তমান সিরিয়া, ডর্ডান, লেবানন, ফিলিস্তিন) থেকে রোমানরা চিরদিনের মতো বিতাড়িত হয়।

অবশেষে রোমানদের চূড়ান্ত পতন হয় কন্সটান্টিনোপল মুসলমানদের দ্বারা বিজয়ের মাধ্যমে। সুলতান মুহাম্মাদ আল ফাতিহ এই সাম্রাজ্যে শেষ পেরেকটিও উপড়ে ফেলেন।

‘তোমরা (মুসলিমরা) অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে। কতোই না অপূর্ব হবে সেই বিজয়ী সেনাপতি, কতোই না অপূর্ব হবে তার সেনাবাহিনী।’ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

তথ্যসুত্র

মুসলমনদের পতনে বিশ্ব কি হারালো? আবুল হাসান আলী নদভী রহ.। পৃষ্ঠা ৪১-৪৫

লেখাটি শেয়ার করতে সর্ট লিংক কপি করুন

Scroll to Top