উমরের যুগে উসমান রা. – খলিফা হযরত আবু বকর রা. এর ন্যায় হযরত উমর রা. এর সময়কালেও উসমান রা. এর মর্যাদা ছিল অনেক।

মানুষ উমর রা. এর নিকট কিছু জানলে চাইলে উসমান বিন আফফান রা. বা আব্দুর রহমান ইবনে আউফ রা. এর সহায়তা নিত।

একবার ওমর রা. কতিপয় লোকসহ বেরিয়ে সিরার নামক জায়গায় শিবির স্থাপন করলেন। উসমান রা. তখন উমরকে বললেন,

কি খবর, কোথায় যাওয়ার ইচ্ছা করছেন? ওমর রা. তখন লোকজনকে উপস্থিত করে বললেন, আমি ইরাকে জিহাদ অগ্রসর করতে চাই।

উমর রা. খেলাফতের দায়িত্ব নেয়ার পর তিনি বাইতুল মাল থেকে বেতন গ্রহণের ব্যাপারে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলে উসমান রা. বললেন, আপনি নিজে খান ও মানুষকে তা থেকে খাওয়ান।

বিখ্যাত মুসলিম সেনাপতি আবু উবায়দা ইবনে জাররাহ রা. উমর রা. কে বাইতুল মাকদিসে যেতে অনুরোধ করলে তিনি সাহাবীদের সাথে পরামর্শে বসেন।

উসমান রা. পরামর্শ দেন, আপনি সেখানে যাবেন না। আপনার না যাওয়াতে খৃষ্টানরা লাঞ্ছিত হবে।

আপনি না গেলে তারা ভাববে, আপনি তাদেরকে হিসেবেই ধরছেন না।

তবে হযরত আলী রা. সেখানে যাওয়ার পক্ষে পরামর্শ দেন।

পরে উমর রা. মুসলমানদের সহজতা এবং যুদ্ধের কঠিন পরিস্থিতি লাঘব করার উদ্দেশ্যে আলির মতকে প্রাধান্য দেন।

নথিপত্র সংরক্ষণ

আমিরুল মুমিনীন হযরত উমরের যুগে ইসলামের বিজয়ধারা ক্রমশ বাড়তে থাকে।

এ সময় বিজিত এলাকা হতে প্রচুর ধনভান্ডার আসতে থাকে।

উমর রা. এই সম্পদের ব্যাপারে সাহাবীদের পরামর্শ চান। উসমান রা. বললেন,

আমি দেখতে পাচ্ছি সম্পদ পরিমাণে বেশি এবং তা সবার জন্য যথেষ্ট।

তবে যদি মানুষের সংখ্যা গণনা না করা হয় তাহলে কে কতুটুকু নিয়েছে, তা নিয়ে ভবিষ্যতে সংশয় দেখা দিতে পারে।

তাই খলিফা হযরত উমর রা. উসমান রা. এর পরামর্শ নিয়ে সকল তথ্য নথিভুক্ত করা শুরু করেন।

বর্ষপঞ্জি গণনা

হযরত উমর রা. এর সময় হিজরী সন গণনা নিয়ে বড় একটি কাজ হয়

কোনো কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, উসমান রা. মুহাররাম থেকে হিজরী সন গণনা শুরু করার পরামর্শ দিয়েছিলেন।

উমরের যুগে উসমান

খারাজ ভূমি

হযরত উসমান রা. উমর রা. এর এই সিদ্ধান্তকে জোরালো সমর্থন দেন যে,

বিজিত এলাকার ভূমি বিজেতাদের মধ্যে বণ্টন না করে ভূমির মালিকদের জিম্মায় রাখা এবং বর্তমান মুসলমান ও তাদের সন্তানদের জন্য আয়ের উৎস হিসেবে রেখে দেয়া হোক,

যাতে তারা চিরকাল এ থেকে উপকৃত হতে পারে।

উম্মাহাতুল মুমিনিনের সাথে হজ্জ আদায়

১৩ হিজরীতে উমর রা. খেলাফতে আরোহণ করার পর আবদুর রহমান ইবনে আউফ রা. কে হজ্জের কাফেলার আমির নিযুক্ত করেন।

তিনি সাহাবীদের নিয়ে হজ্জ সম্পাদন করেন। একইভাবে উমরের খেলাফতের শেষ বছর

তথা ২৩ হিজরির হজেও আব্দুর রহমান ইবনে আউফ রা. খলিফার সঙ্গে ছিলেন।

ওমর রা. উম্মাহাতুল মুমিনীনদের হজ্জের অনুমতি দিয়েছিলেন এবং তাদের তত্ত্বাবধানের দায়িত্ব আব্দুর রহমান ইবনে আউফ রা. এর সাথে উসমান রা. কে দেয়া হয়।

উসমান রা. বাহনে চড়ে কাফেলার আগে আগে চলছিলেন। কাউকে নিকটে আসতে দেন নি।

যখন প্রান্তরে তাবু টাঙানো হতো তখন উসমান রা. ও আব্দুর রহমান রা. অন্য কোনো লোকদের উম্মাহাতুল মুমিনীনদের নিকটে আসতে দেন নি।

তথ্যসুত্র

উসমান ইবনে আফফান রা.। পৃষ্ঠা ৮৫-৮৮

গাজ্জার জন্য অনুদান

৭ অক্টোবর ২০২৩ তারিখে তুফানুল আকসা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের গাজ্জায় অসংখ্য মানুষ আহত ও শহীদ হয়েছে। বহু মানুষ নিজেদের ঘর-বাড়ী হারিয়েছে। এছাড়াও বর্তমানে গাজ্জার ৯৮% মানুষ অনাহারে জীবন-যাপন করছে। গাজ্জার মানুষের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?

আর-রিহলাহ ফাউন্ডেশন তুফানুল আকসা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের গাজ্জার জন্য ডোনেশন সংগ্রহ করে আসছে। এই মহান কাজে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।

অনুদান দিন

Scroll to Top