সালমা বিনতে সাখর – হযরত সালমা বিনতে সাখর রা. ছিলেন বিখ্যাত সাহাবী আবু বকর রা. এর মা। তিনি মক্কার গুরুত্বপূর্ণ মহিলাদের একজন ছিলেন। লোকেরা তাকে উম্মুল খায়ের নামে চিনতো।

জন্ম

(তারিখ জানা যায় নি) তিনি জন্মগ্রহন করেছিলেন কুরাইশ বংশের অন্যতম শাখা গোত্র বনু তাইম গোত্রে।

সালমা বিনতে সাখর

বংশীয় নসব

উম্মুল খায়ের সালমার পিতার নাম হলো সাখর, তার পিতার নাম আমের, তার পিতার নাম আমর, তার পিতার নাম কা’ব, তার পিতার নাম সা’দ, তার পিতার নাম তাইম, তার পিতার নাম মুররা, তার পিতার নাম ফাহার, তার পিতার নাম মালেক।

এভাবে তার বংশ মক্কার অন্যতম বংশ, যাকে আমরা হাশেমী বংশ বলি তাদের সাথে মুররার মাধ্যমে মিলেছে।

স্বামী

উম্মুল খায়ের সালমা বিনতে সাখর রা. এর স্বামী ছিলেন আবু বকর রা. এর পিতা উসমান ইবনে আমের আবু কুহাফা রা.।

ইসলাম গ্রহণ

মক্কায় তখন সবেমাত্র ইসলাম প্রচার শুরু হয়েছে। সব মিলেয়ে মুসলমানদের সংখ্যা ত্রিশ বা পয়ত্রিশ জন। সে সময় একদিন আবু বকর রা. মসজিদে হারামে মানুষকে একত্ববাদ তথা ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন।

তখন উতবা ইবনে রাবিয়াহ্ আবু বকরের উপর হামলা করে।

এরপর তার সঙ্গীরা মিলে আবু বকরকে মারধর করে। এক পর্যায়ে তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

বনু তাইমের কিছু ব্যক্তি এসে তাকে চাদর দিয়ে ডেকে দেয়।

আবু বকর রা. কে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর যখন তার জ্ঞান ফিরে তখন আবু বকর রা. বলতে লাগলেন,

আল্লাহর রাসূলের কি অবস্থা?

উপস্থিত ব্যাক্তিরা বললো, তিনি কোথায় আছেন জানা নেই।

আবু বকর তখন বললেন, আমাকে তার নিকট নিয়ে চলো। সম্ভবত তিনি দারুল আরকামে আছেন।

এরপর রাতের অন্ধকারে আবু বকর রা. তার মায়ের সাথে রাসূলের নিকট গেলেন। আল্লাহর রাসূলকে দেখে আবু বকর রা. খুশী হয়ে বললেন,

হে আল্লাহর রাসূল! ইনি আমার মা। তার জন্য দোয়া করুন এবং তাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করুন।

আল্লাহর রাসূল তখন সালমা বিনতে সাখরকে ইসলামের পথে আহবান করেন। তখন তিনি ইসলাম গ্রহণ করেন।

মৃত্যু

হযরত আবু কুহাফা রা. এর মতো সালমা বিনতে সাখরও দীর্ঘ হায়াত লাভ করেন।

সালমা বিনতে সাখর ১৩ হিজরীতে ইন্তিকাল করেন। সে সময় খলিফা ছিলেন আবু বকর রা.।

অন্য এক একটি মত অনুযায়ী তিনি ওমর রা. এর খেলাফতকালে ইন্তিকাল করেন।

আবু বকর রা. মৃত্যুবরণ করার পর তার সম্পদের মিরাস বা উত্তরাধিকারী হিসেবে তার পিতাও সম্পদ পান।

কেউ বলেন, তার মা তখন জীবিত ছিল। তিনিও সম্পত্তি লাভ করেন।

তথ্যসুত্র

১. অ্যারাবিক উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, আল মুজামুল কাবীর লি তাবারী। নিসবতে আবু বকর রা. অধ্যায়

web.archive.org

২. Marefa.org

৩. আবু বকর রা. জীবনী। সুলাইমানিয়া বুক হাউজ। পৃষ্ঠা ১৩।

কিতাবু আসদিল গা-বাতি, উম্মুল খায়ের অধ্যায়।

৪. মারেফা. org

গাজ্জার জন্য অনুদান

৭ অক্টোবর ২০২৩ তারিখে তুফানুল আকসা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের গাজ্জায় অসংখ্য মানুষ আহত ও শহীদ হয়েছে। বহু মানুষ নিজেদের ঘর-বাড়ী হারিয়েছে। এছাড়াও বর্তমানে গাজ্জার ৯৮% মানুষ অনাহারে জীবন-যাপন করছে। গাজ্জার মানুষের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?

আর-রিহলাহ ফাউন্ডেশন তুফানুল আকসা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের গাজ্জার জন্য ডোনেশন সংগ্রহ করে আসছে। এই মহান কাজে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।

অনুদান দিন

Scroll to Top