আবু বকরের যুগে উসমান রা. – ১১ হিজরীতে নবীজি সা. এর ইন্তিকালের পর খলিফা হন হযরত আবু বকর রা.

আবু বকর রা. খেলাফতের দায়িত্ব গ্রহণের পরে তিনি বিজ্ঞ সাহাবীদেরকে মজলিসে শুরার অন্তর্ভুক্ত করেন।

হযরত উসমান বিন আফফান রা. ছিলেন আবু বকর রা. এর মজলিসে শুরার অন্যতম একজন সদস্য।

আবু বকর রা. দুইজন সাহাবীকে দুই কারণে বেশি গুরুত্ব দিতেন।

দৃঢ়তা ও কঠোরতার জন্য উমর রা. কে এবং নম্রতা ও ধৈর্যের জন্য উসমান রা. কে।

উমর রা. ছিলেন আবু বকর রা. এর মন্ত্রী এবং উসমান রা. ছিলেন জেনারেল সেক্রেটারির ভূমিকায়।

ইরতিদাদি ফেতনায় আবু বকর রা.

নবীজির ইন্তিকালের পর যখন আস্তে আস্তে ফেতনা প্রকাশ পেতে থাকে তখন সর্বপ্রথম যাকাত অস্বীকার করার ফেতনার উত্থান ঘটে।

এর পাশাপাশি বিভিন্ন স্থানে ধর্মত্যাগ ও মুরতাদ হওয়ার প্রবনতা বেড়ে যায়।

কিছু স্থানে মিথ্যা নবুয়তের দাবীদাররা লোকদের ধোঁকা দিয়ে তাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে থাকে।

তখন আবু বকর রা. অভিজ্ঞ সাহাবীদেরকে ডেকে বলেন, আপনাদের অভিমত কি? তখন অন্যদের পাশাপাশি উসমান রা. বলেন,

আপনি এই উম্মাহর হিতাকাঙ্ক্ষী এবং তাদের উপর খুবই দয়ালু।

আপনি মুসলমানদের জন্য যা কল্যানকর মনে করেন, তা নির্দ্বিধায় করে যান। নিশ্চয় আপনার ব্যাপারে সন্দেহের কিছু নেই।

এরপর হযরত তালহা, ‍যুবায়ের, আবু উবায়দা, সায়িদ বিন জায়েদ রা. সহ উপস্থিত মুহাজির ও আনসার সাহাবারা এই কথার সাথে একমত পোষণ করেন এবং বলেন, উসমান সত্য বলেছেন।

পরামর্শক হিসেবে উসমান রা.

উসমান রা. হযরত আবু বকর রা. কে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহায়তা করেছেন।

যখন আল্লাহর রাসূলের খলিফা হযরত আবু বকর রা. বাহরাইনের গভর্নর নিযুক্তির ব্যাপারে পরামর্শ চাইলেন তখন উসমান রা. বললেন,

রাসূল সা. যেই ব্যক্তিকে বাহরাইনে পাঠানোর পর যেখানকার মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের ইসলাম গ্রহণের সংবাদ রাসূলের নিকট এনেছিলেন। তাকে সেখানে পাঠিয়ে দিন।

অর্থাৎ হযরত আ’লা ইবনে হাজরামি রা. কে সেখানে পাঠিয়ে দেন। কারণ সেখানকার লোকেরা তাকে চেনে এবং তিনিও তাদেরকে চেনেন।

এরপর আবু বকর রা. হযরত আ’লা ইবনে হাজরামি রা. কে বাহরাইনের গভর্নর বানিয়ে পাঠান।

যখন হযরত আবু বকর রা. মৃত্যুশয্যায় শায়িত তখন ওমর রা. কে শাসক হিসেবে নিযুক্তির ব্যাপারে যখন উসমান রা. কে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন,

আমার জানামতে তার ভেতরটা বাহির হতে অনেক উত্তম। আমাদের মধ্যে তার সমকক্ষ কেউ নেই। তার এই মন্তব্যের ব্যাপারে আবু বকর রা. বললেন,

আল্রাহ আপনার উপর রহম করুন, আপনি তার কথা না বললে আমি কষ্ট পেতাম।

আবু বকরের যুগে উসমান রা.
আবু বকরের যুগে উসমান রা.

আবু বকর রা. এর শাসনামলে অর্থনৈতিক মন্দা

হযরত আবু বকর রা. এর শাসনামলে একবার অনাবৃষ্টি দেখা দিল। লোকজন তার নিকট এসে বললো, বৃষ্টি না হওয়ায় ফসল উৎপন্ন হচ্ছে না। আমরা কঠিন পরিস্থিতির শিকার।

আবু বকর রা. তখন তাদেরকে বললেন, ধৈর্য্য ধরুন সন্ধা পর্যন্ত, ইনশাল্লাহ আল্লাহ অস্থিরতা দূর করে দিবেন।

ইতিমধ্যে উসমান রা. এর বাণিজ্যিক কাফেলা ১০০ উট বোঝাই গম নিয়ে শাম থেকে মদীনায় আসে।

সংবাদ পেয়ে লোকেরা তার নিকট ভিড় জমায়। উসমান রা. তার সঙ্গী-সাথীদের নিয়ে ঘর থেকে বের হয়ে উপস্থিত ব্যক্তিদের বললেন, আপনারা কি চান?

তারা বললো, আপনি জানেন বর্তমানে খরা চলছে, বৃষ্টি না হওয়ায় ফসল উৎপন্ন হচ্ছে না, মানুষ দুর্দশায় আছে। আপনার কাছে তো গম আছে। তাই তা আমাদের নিকট বিক্রি করুন।

উসমান রা. তাদেরকে বললেন, আপনারা আমাকে শাম থেকে কেনা মূল্যের উপর কত টাকা লাভ দেবেন? তারা বললো, আমরা ১০ টাকার (মুদ্রা) বিনিময়ে ১২ টাকা লাভ দেব।

উসমান রা. বললেন, আমি তো অন্য জায়গা থেকে এর থেকেও বেশি মুনাফা পাচ্ছি।

ব্যবসায়ীগণ তখন বললেন, তাহলে আমরা আপনাকে ১০ টাকার বিনিময়ে ১৫ টাকা লাভ দিব।

উসমান রা. বললেন, আমি এর থেকেও বেশি মুনাফা পাচ্ছি। ব্যবসায়ীগণ বললেন,

মদীনায় তো আমরা ব্যতিত অন্য কোনো ব্যবসায়ী নেই। আপনাকে এর চেয়ে বেশি মুনাফা কে দেবে?

তিনি বললেন, আল্লাহ আমাকে এর চেয়েও বেশি মুনাফা দিবেন। তিনি ১ টাকার বিনিময়ে ১০ টাকা দিবেন।

অর্থাৎ ১ দিরহামের (৩ গ্রাম রুপার মূল্য সমপরিমাণ) বিনিময়ে ১০ দিরহাম দিবেন।

আপনারা কি এর চেয়েও বেশি দিতে পারবেন? লোকেরা বললো, এটা তো অসম্ভব। তখন উসমান রা. বললেন, আমি এই খাদ্য মদীনার দরিদ্রদের জন্য সদকা করে দিলাম।

তথ্যসুত্র

উসমান ইবনে আফফান। পৃষ্ঠা ৮৩-৮৫

গাজ্জার জন্য অনুদান

৭ অক্টোবর ২০২৩ তারিখে তুফানুল আকসা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের গাজ্জায় অসংখ্য মানুষ আহত ও শহীদ হয়েছে। বহু মানুষ নিজেদের ঘর-বাড়ী হারিয়েছে। এছাড়াও বর্তমানে গাজ্জার ৯৮% মানুষ অনাহারে জীবন-যাপন করছে। গাজ্জার মানুষের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?

আর-রিহলাহ ফাউন্ডেশন তুফানুল আকসা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের গাজ্জার জন্য ডোনেশন সংগ্রহ করে আসছে। এই মহান কাজে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।

অনুদান দিন

Scroll to Top