পার্বত্য চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব
পার্বত্য চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব – বিশ্বরাজনীতির চলমান প্রেক্ষাপটে চীন তার বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)” নামের একটি মেগা প্রকল্প ২০১৩ সালে চালু করে। এই প্রকল্পের অধীনে দুটি প্রধান রুট রয়েছে। স্থলপথে “সিল্ক রোড ইকোনমিক বেল্ট” এবং সামুদ্রিক পথে “মেরিটাইম সিল্ক রোড (MSR)”। এই প্রকল্পকে একত্রে “ওয়ান বেল্ট ওয়ান রোড”