ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার আহবান

ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার আহবান – জায়োনিস্ট দখলদার ইসরাইলরা ফিলিস্তিনের অন্যতম শহর গাজা অঞ্চলকে অবরুদ্ধ করে রেখেছে।

সেখানকার মানুষদের জন্য তারা খাদ্য-পানীয়, বস্ত্র, ঔষধপত্র, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে।

একজন মুসলমানের জন্য ফিলিস্তিন মুসলিমদের পাশে দাঁড়ানো ঈমানী কর্তব্য।

যেহেতু আমরা সরাসরি গিয়ে তাদেরকে সাহায্য করতে পারছি না, তাই আমরা অন্যদের সহায়তায় সেখানে অর্থ পাঠাতে পারি।

গাজা অঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন রিলিফ সংস্থা, অলাভজনক সংস্থা কাজ করছে। তাদের নিকট টাকা পয়সা পাঠিয়ে এই মহতি কাজে সকলের শরীক হওয়া উচিৎ।

সোস্যাল মিডিয়াতে আমরা তো এই দখলদারিত্ব নিয়ে সদা তৎপর থাকি। মুসলমানদের পক্ষে পোস্ট করি বা শেয়ার করি।

কিন্তু এই মুহুর্তে তাদের মুসলিম ভাইদের সাপোর্টের পাশাপাশি সাহায্যও প্রয়োজন। যা সকলে করছে না। আসলে অনেকে এই বিষয়গুলো যে করা যায়, তা জানেও না।

আমাদের আর রিহলাহ ফাউন্ডেশন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ফান্ড পৌঁছিয়ে দিতে আগ্রহ প্রকাশ করছে।

যেহেতু আমরা বাংলাদেশ থেকে সরাসরি উক্ত স্থানে যেতে পারছি না, তাই আমরা এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবো।

আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোতে টাকা পাঠাতে হলে অবশ্যই আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকতে হবে এবং তা পাসপোর্ট দিয়ে এনডোজ থাকতে হবে।

আমাদের বাংলাদেশে ভিসা কার্ড বা পাসপোর্ট দিয়ে এনডোজ করা কার্ড সকলের থাকে না, তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো?

আমাদের আর রিহলাহ ফাউন্ডেশন আপনাদের পাশে আছে ইনশাল্লাহ।

আপনারা আমাদের মোবাইল ব্যাংকিংগুলোতে টাকা পাঠালে সেই টাকা আমরা ভিসা কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর নিকট পাঠিয়ে দিব।

যেই সেবা সংস্থাগুলো এখন গাজা অঞ্চলে মানবিক সহায়তার কাজ করছে। বর্তমানে সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

জায়োনিস্টরা স্কুল, হাসপাতাল ঘর বাড়ির উপর বোম ফেলছে।

আপনি সম্পদের সাগরে ঘুমাবেন আর আপনার মুসলমান ভাইকে কাফেররা হত্যা করবে, এটা কি আপনি সহ্য করবেন?

Scroll to Top