সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ

সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ নেন কে – ইয়ামামার যুদ্ধে প্রায় ৩৫ জনের অধিক হাফেজ শাহাদাতলাভ করেন। এত বিপুল সংখক হাফেজের ইন্তিকালে আবু বকর রা. পেরেশান হয়ে যান।

তখন পর্যন্ত কুরআন শরীফ লিখে রাখার প্রচলন চালু হয় নি। সে সময় মানুষ শুনে শুনে কুরআন মুখস্ত করতো।

সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ

হযরত আবু বকর রা. এত সংখক হাফেজের শাহাদাতের কারণে কুরআন মাজিদ বিনষ্ট হয়ে যাওয়ার আশংকা করতেন।

এ জন্য তিনি সর্বপ্রথম কুরআন মাজিদ লিখিত আকারে একত্রিত করার ইচ্ছাপোষণ করেন। প্রথমে তিনি ওমর রা. এর নিকট এই মত পেশ করেন।

দায়িত্ব

সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ – হযরত আবু বকর রা. কুরআন মাজিদ সংকলনের জন্য অন্যতম আনসারি সাহাবী হযরত যায়েদ বিন সাবেত রা. কে দায়িত্ব প্রদান করেন।

হযরত যায়েদ রা. ছিলেন একজন কাতেবে ওহী। তিনি রাসূলের যামানায় কুরআন মাজিদ লিখে রাখতেন।

পাশাপাশি জ্ঞান-গরিমায় তিনি ছিলেন অতুলনীয় একজন ব্যক্তি।

কোন তারতীবে কুরআন সংকলন করা হলো

নবীজি সা. এর নবুয়তের পুরো ২৩ বছর ধরে কুরআন মাজিদ নাযিল হয়েছে। আর এই কুরআন কখনো প্রেক্ষাপ্রটে, কখনো বা উপদেশ হিসেবে, কখনো বা ভীতি প্রদর্শন হিসেবে নাযিল হয়েছে।

তাই ওহীর তারতীব অনুযায়ী কুরআন সংকলন করা ছিল ভীষণ কঠিন কাজ।

প্রকারান্তরে হযরত জিবরাইল আ. নবীজির নিকট লওহে মাহফুজের তারতীব অনুযায়ী কুরআনের পূর্ণাঙ্গ তারতীব বলে দিয়েছেন।

কিন্তু সেই তারতীব সম্পূর্ণ ওহী সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত জানা সম্ভব ছিল না।

কারণ, রাসূলের যামানায় কুরআন বিভিন্ন চামড়া, গাছের ছাল অথবা বিভিন্ন মাধ্যমে লিখে রাখার প্রচলন ছিল।

রাসূল সা. লওহে মাহফুজের ক্রমানুধারা অনুযায়ী তেলওয়াত করতেন। আর সেটাই অনেক সাহাবারা রপ্ত করে নিয়েছিলেন।

যায়েদ বিন সাবেত রা. এর সংকলন

হযরত যায়েদ বিন সাবেত রা. এই সকল লিখিত উপকরণ এবং হাফেজদের স্মৃতি কাজে লাগিয়ে কুরআন শরীফের সর্বপ্রথম পূর্ণাঙ্গ কপি তৈরি করেন।

এরপর সেই কপি যায়েদ বিন সাবেত রা. আবু বকর রা. এর নিকট হস্তান্তর করেন। হযরত আবু বকর রা. এর এই কপি সংরক্ষণ করা হয়।

কুরআন মাজিদের সংকলনকৃত এই কপিটি আবু বকর রা. এর পর ওমর রা. এর নিকট আসে।

হযরত ওমর রা. এর শাহাদাতলাভের পর উম্মুল মুমিনীন হযরত হাফসা রা. এর নিকট কপিটি সংরক্ষিত থাকে।

খলিফা উসমান রা. এর শাসনামলে কুরআন সংকলন

খোলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা হযরত ওসমান রা. এর যামানায় অভিযোগ আসে যে, প্রত্যন্ত অঞ্চলে মানুষ কুরআন মাজিদের ব্যাপারে মতানৈক্যের শিকার হচ্ছে।

তখন উসমান রা. হাফসা রা. এর নিকট থেকে যায়েদ রা. এর সংকলনকৃত কপিটি চেয়ে আনেন।

এরপর তিনি কুরআন মাজিদের ব্যাপারে দক্ষ সাহাবাদের আরো কতগুলো কপি তৈরি করার নির্দেশ দেন।

পরবর্তীতে সেই সংকলনকৃত কপিগুলো মুসলিমবিশ্বে ছড়িয়ে দেয়া হয়।

তথ্যসুত্র

মুসলিম উম্মাহর ইতিহাস। খন্ড ৩। পৃষ্ঠা ৬৬-৬৭

আরো পড়ুন

হিলফুল ফুজুল কি

ইয়ামামার যুদ্ধ

উসামার বাহিনী প্রেরণ

হুদাইবিয়ার দিন আবু বকর

বিশেষ দ্রষ্টব্য: আমাদের লেখাগুলো সূচিপত্র অনুযায়ী দেখুন www.subject.arhasan.com এই ওয়েবসাইটে।
আমরা কোন প্রকাশনীর বই রেফারেন্স হিসেবে ব্যবহার করি তা জানতে ভিজিট করুন www.arhasan.com/book এই ওয়েবসাইটে।
আমাদেরকে গুগল নিউজে ফলো করতে পারেন এই লিংক থেকে

FAQ

প্রথম কুরআন সংকলন করার উদ্যোগ নেন কে

হযরত আবু বকর রা.

কুরআন সংকলন করেন কে

হযরত যায়েদ বিন সাবেত রা.

আমি একজন মুসলিম ও ইসলামিক আলোচক। পড়ালেখা করেছি কওমী মাদ্রাসায়। পরবর্তীতে সাইন্স বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে আমি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত। অবসরে আমি বই পড়তে পছন্দ করি। নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে ভালোবাসি। আমার ইচ্ছা, ভালো মানুষ হয়ে সমাজকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বিরত রাখার চেষ্টা করা।

https://alfan.link/abdurrahmanalhasan