হযরত ওমর রা. ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূল সা. এর শক্তিশালী সাহাবীদের একজন। তার ব্যাপারে রাসূল সা. বলেছেন,

যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সে হতো ওমর।

কারণ, ওমর রা. এর অনেক সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তা’আলা কুরআনের আয়াত নাজিল করেন।

কবে হযরত ওমর জন্মগ্রহণ করেন

হযরত ওমর রা. হাতি সনের ১৩ বছর পরে জন্মগ্রহণ করেন।

হাতি সন হলো, আবরাহা কর্তৃক মক্কা আক্রমণের বছর। ওমর নবীজির থেকে ১৩ বছরের ছোট ছিলেন।

হযরত ওমর রা. এর শারীরিক গঠন

তার গায়ের রং ছিল লাল আভাময় সাদা। সুন্দর গাল, নাক ও চোখের অধিকারী এবং তার হাত-পা ছিল বড়সড়।

তিনি ছিলেন পৌরুষদীপ্ত, দীর্ঘদেহী একজন শক্তপোক্ত মানুষ।

তিনি স্বাভাবিকের তুলনায় দীর্ঘদেহী ছিলেন। তাকে দেখলে মনে হতো যেন কোনো বাহনের উপর বসে আছেন। ওমর রা. খুব শক্তিশালী ছিলেন।

তাকে দেখলে দুর্বল মনে হতো না। তিনি তিনি মেহেদী ব্যবহার করতেন। খুব দ্রুত হাঁটতেন এবং কথা বলতেন স্পষ্টভাবে।

ওমর রা. এর নাম এবং বংশপরিচয়

হযরত ওমর রা. এর নাম ছিল উমর ইবনে খাত্তাব। তিনি কুরাইশের অন্যতম শাখা গোত্র বনু আদি এর সদস্য ছিলেন।

তার বংশধারা হলো,

ওমর ইবনে খাত্তাব ইবনে নুফায়েল ইবনে আব্দুল ওজ্জা ইবনে রিয়াহ ইবনে আব্দুল্লাহ ইবনে কুরুত ইবনে রাযাহ ইবনে আদি ইবনে কাব ইবনে লুআঈ।

রাসূল সা. এর বংশের সাথে কাব ইবনে লুআঈ এর সাথে গিয়ে মিলিত হয়।

হযরত ওমরের উপনাম বা ডাকনাম ছিল, আবু হাফস।

তাছাড়া তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের কারণে আল ফারুক নামেও পরিচিত ছিলেন। আল্লাহ তার মাধ্যমে সত্য-মিথ্যার মাঝে পার্থক্য তৈরি করে দিয়েছেন।

হযরত ওমর রা. এর পিতা

হযরত ওমরের এর পিতার নাম ছিল, খাত্তাব বিন নুফায়েল। তিনি তৎকালীন আরবের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ওকাজ মেলায় কুরাইশদের দূত হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বাগ্মিতায় ছিলেন স্পষ্টবাদী। খাত্তাব বিন নুফায়েলের জন্ম হয় আনুমানিক ৫৬০ খৃষ্টাব্দে। আর মৃত্যু হয় আনুমানিক ৬০০ খৃষ্টাব্দে।

হযরত ওমরের ইসলাম গ্রহণের পূর্বেই তিনি ইন্তিকাল করেন। তার সন্তান-সন্তুতি ছিল ৩ জন। তার তিনজনেই পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

হযরত ওমর রা. এর মা

ওমরের মা হাতমাহ্ বিনতে হিশাম ছিলেন বনু মাখজুম গোত্রের মেয়ে। সে বিখ্যাত কাফের আবু জাহলের চাচাতো বোন ছিল।

তিনি জন্মগ্রহণ করেন মক্কায় এবং মৃত্যুবরণ করেও হয়তো মক্কায়। তার ব্যাপারে তেমন বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।

তথ্যসুত্র

জীবন ও কর্ম: উমর ইবনুল খাত্তাব রা.। ড. আলী মুহাম্মাদ আস সাল্লাবী। মাকতাবাতুল ফুরকান। পৃষ্ঠা ৩২-৩৩

উইকিপিডিয়া অ্যারাবিক ইংলিশ খাত্তাব বিন নুফায়েল

উইকিপিয়া অ্যারাবিক ইংলিশ হাতমাহ্ বিনতে হিশাম

জীবন ও কর্ম বইয়ের রেফারেন্স অনুযায়ী, আত তাবাকাতুল কুবরা। ইবনে সা’দ। খন্ড ৩। পৃষ্ঠা ২৬৫

তারিখুল খুলাফা। ইমাম সুয়ূতি রহ.। পৃষ্ঠা ১৩৩

আরো দেখুন

হযরত আবু বকর রা.

আবু জাহলের বিরুদ্ধাচরণ

এতিমের অধিকার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা

ওমর রা. এর পিতার নাম কি

খাত্তাব বিন নুফায়েল। তিনি ছিলেন কুরাইশের দূত

ওমর রা. এর মায়ের নাম কি

হাতমাহ্ বিনতে হিশাম। তিনি আবু জাহলের চাচাতো বোন ছিলেন

Scroll to Top