মুসা আশআরী রাঃ বিরুদ্ধে অভিযোগ

হযরত আবু মুসা আশআরী রাঃ গভর্নর থাকাকালীন একবার এক ব্যক্তি তার নিকট আসলো। সে মুসা আশআরী রাঃ এর সাথে এক যুদ্ধে শরীক ছিল।

মুসা আশআরী রাঃ যুদ্ধ শেষে সকলের গনীমত ভাগ করে দিলেন। কিন্তু সেই ব্যক্তি পুরো সম্পত্তি দাবী করছিল। মুসা আশআরি রাঃ তাই তার মাথা মুন্ডন করে দিলেন।

লোকটি তখন সেই চুলগুলো একত্রিত করে ওমর রাঃ এর নিকট হাজির হলো। এরপর সে চুলগুলো ওমর রাঃ এর কোলে ছুড়ে মেরে বললো,

যদি জাহান্নাম না থাকতো ……………………..

ওমর রাঃ বললেন, ঠিক। যদি জাহান্নাম না থাকতো ………………………….

লোকটি তখন পুরো ঘটনা খুলে বললো। ওমর রাঃ তখন মুসা আশআরী রাঃ এর নিকট চিঠি লিখে বললেন,

যদি তুমি জনসম্মুখে এই ঘটনা ঘটিয়ে থাক তাহলে লোকটিকে জনসম্মুখে প্রতিশোধ নিতে দাও।

আর যদি একাকী তার উপর এমন প্রতিশোধ নিয়ে থাক তাহলে একাকী তাকে প্রতিশোধ নিতে দাও।

লোকটির প্রতিশোধ

এরপর লোকটি মুসা আশআরি রাঃ এর নিকট আগমন করলো। লোকজন তাকে প্রতিশোধ নেয়া থেকে নিষেধ করলো।

কিন্তু সে প্রতিশোধের ক্ষেত্রে দৃঢ় রইলো। যখন মুসা আশআরী রাঃ তাকে প্রতিশোধ নেয়ার জন্য বললেন তখন লোকটি আকাশের দিকে তাকিয়ে বললো,

হে আল্লাহ! আমি তাকে ক্ষমা করে দিলাম।

জনৈক ব্যক্তিকে মদপান করার শাস্তি

একবার এক ব্যক্তি ওমর রাঃ এর নিকট এসে কাঁদতে লাগলো। ওমর রাঃ তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তখন সে বললো,

আমি মদপান করেছিলাম। কিন্তু মুসা আশআরী রাঃ আমাকে এর জন্য চাবুক দিয়ে মেরেছেন। তারপর আমার চেহারায় কালি মেখে দিয়েছেন।

আর লোকদের বলে দিয়েছেন যে, কেউ যেন আমার সাথে কথা না বলে ও আমার পাশে না বসে।

আমার জন্য যমীন সংকীর্ণ হয়ে গেছে।

আমি চাইলাম যে, কোনো মুশরিকদের ভূখন্ডে গিয়ে বসবাস করতে। ওমর রাঃ এই কথা শুনে কাঁদলেন। এরপর বললেন,

আমি কখনো কাউকে মুশরিকদের ভূখন্ডে বসবাস করা পছন্দ করি না। আর যদি তোমার অপরাধ শুধু মদপান করা হয়, তাহলে তার শাস্তি শুধু ইসলামে যতুটুকু বলা হয়েছে, ততুটুকুই হবে।

এরপর মুসা আশআরী রাঃ কে চিঠি লিখে বললেন, অমুক ব্যক্তি তোমার ব্যাপারে আমার নিকট এই অভিযোগ করেছে।

তার ব্যাপারে সকল আদেশ প্রত্যাহার করে নাও। যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দেবে।

ওমর রাঃ তখন উক্ত ব্যক্তিকে কাপড়-চোপড় ও সাথে ২০০ দিরহাম হাদিয়া দেন।

তথ্যসুত্র

জীবন ও কর্ম: ওমর রাঃ

আরো পড়ুন

ওমর রাঃ এর সময়ে রাষ্ট্রের সীমানা কতুটুকু ছিল

জীবন বীমা কি?

খাত্তাব বিন নুফায়েল কেমন ছিলেন

ইসলামের রাষ্ট্রনীতি কেমন ছিল

আল্লাহর কি মানুষের মতো হাত-পা আছে

Abdur Rahman Al Hasan
Scroll to Top