আমর ইবনে আস এর বিরুদ্ধে অভিযোগ

হযরত আমর ইবনে আস রাঃ ছিলেন মিসরের গভর্নর। তিনি মুজাহিদদের নিয়ে মিসর জয় করেন।

মিসর জয়ের পরে ওমর রাঃ তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন।

ওমর রাঃ সর্বদা গভর্নরদের দিকে দৃষ্টি রাখতেন। তারা যেন কোনো ধরণের অনৈতিক কাজে লিপ্ত না হয়ে যায় বা কেউ লিপ্ত না করতে পারে, তাই একটু ভুল হলেও ওমর রাঃ তাদেরকে শাসন করতেন।

মিম্বর বানানো নিয়ে ওমর রাঃ শাসন

একবার আমর রাঃ মসজিদে নিজের জন্য একটি মিম্বর নির্মাণ করলেন। সেখানে আগে থেকেই একটি মিম্বর ছিল। তাই ওমর রাঃ তাকে লিখে পাঠান,

শুনেছি তুমি নাকি নিজের জন্য একটি মিম্বর নির্মাণ করেছ। যাতে তুমি নিজের অবস্থান মুসলমানদের থেকে উপরে তুলে ধরতে পার।

এটা কি তোমার জন্য যথেষ্ঠ নয় যে, তুমি তাদের সঙ্গে নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবে? আমি অতিসত্ত্বর সেই মিম্বর ভেঙ্গে ফেলার আদেশ দিচ্ছি।

আমর ইবনে আস রাঃ এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন, ওমর রাঃ মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠার ব্যাপারে খুব কঠোর।

এমনকি শরিয়ত যা নির্দেশ দিয়েছে, ওমর রাঃ তা প্রাণপণে অনুসরণ করে থাকেন। ফলে আমর ইবনে আস রাঃ তার নির্দেশ মান্য করেন।

ওমরের ছেলের উপর দন্ড কার্যকর ও উমর রাঃ এর তিরষ্কার

ওমর রাঃ এর ছেলে আব্দুর রহমান তখন মিসরে থাকতেন। তিনি এবং তার সাথী একবার না জেনে মদপান করেছিলেন এবং নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন।

এরপর তারা আমর ইবনে আস রাঃ এর নিকট এসে বলে, আমরা মদপান করেছি। আমাদের উপর শাস্তি কার্যকর করুন।

আমর রাঃ তখন তাদেরকে তিরষ্কার করে বের করে দেন। ওমরের ছেলে আব্দুর রহমান তখন বললেন,

আপনি যদি আমাদের উপর শাস্তি কার্যকর না করেন তাহলে আমি আমার পিতাকে বলে দিব। আমর রাঃ তখন ভাবলেন,

যদি আমি শাস্তি কার্যকর না করি, তাহলে ওমর রাঃ আমার পদচ্যুত করবেন। সে সময় মদপানের শাস্তি ছিল,

জনসম্মুখে নির্দিষ্ট সংখ্যক বেত্রাঘাত করা ও মাথা মুন্ডন করে দেয়া।

আমর রাঃ তখন তাদেরকে জনসম্মুখে নির্দিষ্ট সংখ্যক প্রহার করে ঘরে এনে মাথা মুন্ডন করে দেন।

ওমর রাঃ তখন এই খবর জানতে পারেন তখন আমর রাঃ এর নিকট চিঠি লিখলেন।

তাতে জনসম্মুখে মাথা মুন্ডন না করার জন্য উমর রাঃ তাকে তিরষ্কার করলেন। বললেন, আব্দুর রহমান তো তোমার অধীনের ব্যক্তিদের একজন।

অন্য মুসলমানদের উপর যেই বিধান কার্যকর হয় তার উপরও সেই বিধান কার্যকর করা উচিৎ। তুমি হয়তো খলিফার পুত্র বলে তাকে ছাড় দিয়েছ।

সাবধান! কখনো এমন পক্ষপাতিত্ব করিও না। কারণ, আল্লাহ এসব পছন্দ করেন না।

আমর বিন আস রাঃ এর ছেলের বিরুদ্ধে অভিযোগ

একবার জনৈক ব্যক্তি ওমর রাঃ এর নিকট অভিযোগ করেন যে, আমর রাঃ এর ছেলে তাকে চাবুক দিয়ে আঘাত করেছে।

এতে উমর রাঃ আমর রাঃ ও তার ছেলেকে তলব করেন। তারপর তিনি মিসরীয় ব্যক্তিকে আমর রাঃ এর ছেলে উপর প্রতিশোধ নিতে বলেন।

এরপর উমর রাঃ আমর বিন আস রাঃ কে বললেন, কখন থেকে তোমরা লোকদের দাস হিসেবে ব্যবহার করা শুরু করেছ?

অথচ তাদের মায়েরা তাকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে। এমনভাবে উমর রাঃ পদে পদে মানুষকে সতর্ক করেছেন। তাদেরকে শিক্ষা দিয়েছেন।

তথ্যসুত্র

জীবন ও কর্ম: উমর রাঃ। পৃষ্ঠা ৯৪-৯৬

আরো পড়ুন

আামার চাচার চির বিদায় পড়ুন

সাদ বিন আবি ওয়াক্কাস রাঃ এর বিরুদ্ধে অভিযোগ

ওমর রাঃ এর যুগে বিশ্ববিদ্যালয় ও দেশসেরা বিদ্যাপীঠ

রাসূলের ইন্তিকালের সময় ওমর রাঃ

দাসপ্রথা বিষয়ে ইসলাম কি বলে?

বাল্যবিবাহ সম্পর্কে ইসলাম কি বলে

মেরাজের রাতে নবীজির উপর কত রাকাত নামাজ ফরজ করা হয়

গাজ্জার জন্য অনুদান

৭ অক্টোবর ২০২৩ তারিখে তুফানুল আকসা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের গাজ্জায় অসংখ্য মানুষ আহত ও শহীদ হয়েছে। বহু মানুষ নিজেদের ঘর-বাড়ী হারিয়েছে। এছাড়াও বর্তমানে গাজ্জার ৯৮% মানুষ অনাহারে জীবন-যাপন করছে। গাজ্জার মানুষের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?

আর-রিহলাহ ফাউন্ডেশন তুফানুল আকসা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের গাজ্জার জন্য ডোনেশন সংগ্রহ করে আসছে। এই মহান কাজে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।

অনুদান দিন

Scroll to Top