আবু বকর রা. জন্ম ও বংশ পরিচয় – খলিফা হযরত আবু বকর রা. ছিলেন নবী সা. এর অন্যতম সঙ্গী ও মুসলমানদের প্রথম খলিফা। তিনি রাসূল সা. এর দুই বছর পরে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।

আর এই জন্মের ঘটনাকে তৎকালীন আরবের বিখ্যাত আরেকটি ঘটনা দ্বারা বর্ণনা করা যায়।

তা হলো, খৃষ্টান বাদশাহ আবরাহা কর্তৃক হাতীর পাল নিয়ে কা’বা ঘর ধ্বংস করার অভিযানের ১ বছর ৮ মাস পরেই আবু  বকর রা. জন্মগ্রহণ করেন।

আর নবীজির জন্ম হয়েছিল হাতীর ঘটনার ৫৫ দিন পরে। তাই রাসূল সা. এর থেকে বয়সে দুই বছরের ছোট ছিলেন আবু বকর।

আবু বকর রা.

গোত্র

আবরে যতগুলো গোত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে মক্কায় সবচেয়ে প্রসিদ্ধ গোত্র হলো, কুরাইশ গোত্র

কিন্তু এই কুরাইশ গোত্রেরও আরো বেশ কিছু শাখা গোত্র রয়েছে। সেসব শাখা গোত্রগুলোর অন্যতম একটি হলো বনু তাইম গোত্র।

এই বনু তাইম গোত্রেই জন্মগ্রহণ করেন হযরত আবু বকর রা.। তার বংশ ক্রমানুসারে দেয়া হলো,

আবু বকর এর বাবার নাম আবু কুহাফা, তার বাবার নাম আমর, তার বাবার নাম কা’ব, তার বাবার নাম সাঈদ, তার বাবার নাম তাইম, তার বাবার নাম মুররা, তার বাবার নাম কা’ব ।

মুররা বিন কা’ব এর সাথে গিয়ে আবু কুহাফার বংশ কুরাইশের বিখ্যাত হাশেম গোত্রের সাথে মিলে যায়।

নাম

শৈশবে আবু বকর এর নাম রাখা হয়েছিল আব্দুল কা’বা। যার বাংলা অর্থ হলো কা’বার গোলাম।

ইসলাম গ্রহণ করার পর হুজুর সা. তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন।

পরবর্তীতে তাকে সিদ্দীক ও আতীক শব্দ উপাধী হিসেবে দেয়া হয়।

আবু বকর রা. এর পিতা

আবু বকর এর এর পিতার নাম হলো, আবু কুহাফা। তবে এটা তার মূল নাম নয়। তার মূল নাম হলো, উসমান ইবনে আমের।

তিনি ছিলেন মক্কার গণ্যমান্য ব্যক্তিদের একজন। তা ছাড়া তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন ব্যক্তি ছিলেন।

উসমান ইবনে আমের জন্মগ্রহণ করেন মক্কায়। তিনি বসবাস করেন ও মক্কায়। মৃত্যুবরণ করেনও মক্কায়।

আর তিনি মৃত্যুবরণ করেন খলিফা ওমর রা. এর যামানায়।

আবু বকর রা. এর মা

হযরত আবু বকরের এর মায়ের নাম হলো, সালমা বিনতে সাখর। তিনি উম্মুল খায়ের নামেও প্রসিদ্ধ ছিলেন।

মক্কার সম্রান্ত মহিলাদের মধ্যে একজন ছিলেন তিনি।

আবু বকরের পিতা-মাতা উভয়েই কুরাইশ বংশের শাখা গোত্র বনু তাইমের সদস্য ছিলেন।

আর তারা দুইজন ছিলেন মূলত একই পরিবারের সদস্য। আবু কুহাফার বড় ভাইয়ের মেয়ে ছিলেন সালমা বিনতে সাখর

অর্থাৎ সালমা বিনতে সাখর আবু কুহাফার ভাগিনী ছিলেন।

তথ্যসুত্র

হযরত আবু বকর রা. জীবনী, সোলায়মানিয়া বুক হাউজ, পৃষ্ঠা ১১-১৩

অন্যান্য সীরাত গ্রন্থ

FAQ

আবু বকর কবে জন্মগ্রহণ করেন?

তিনি হস্তি ঘটনার দুই বছর পরে জন্মগ্রহণ করেন।

আবু বকর আর নবীজি কি সমবয়সী?

নবীজি আবু বকরের থেকে দুই বছরের বড় ছিলেন।

আবু বকরের পিতার নাম কি?

উসমান বিন আমের আবু কুহাফা

আবু বকরের মায়ের নাম কি?

সালমা বিনতে সাখর উম্মুল খায়ের

আবু বকর কোন বংশে জন্মগ্রহণ করেন?

কুরাইশ বংশে

আবু বকর কোন গোত্রে জন্মগ্রহণ করেন?

বনু তাইম গোত্রে

Abdur Rahman Al Hasan
Scroll to Top