খলিফা হওয়ার পর হযরত ওমর রাঃ এর চরিত্র ছিল ফুলের মতো। তিনি যেমন ছিলেন নম্র-ভদ্র। তেমনি ছিলেন দয়াশীল একজন ব্যক্তি।
খলিফা হওয়ার পর তিনি কখনো কাউকে নিজের প্রতিশোধবশে আক্রমণ করতেন না। তবে যদি কেউ ইসলামকে সঠিকরূপে পালন না করতো, তাহলে তাকে নসিহত করতেন বা শাসন করতেন।
তিনি অসহায় ব্যক্তিদের খোঁজ নিতেন। জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করার সময় ব্যক্তিগত সমস্যা নিয়ে আসতে নিষেধ করতেন।
একবার ওমর রাঃ জনগণের গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় এক লোক এসে বললেন, হে আমীরুল মুমিনীন! আমার সাথে চলুন। আমার একটা কাজের সমাধা করে দিন।
ওমর রাঃ তখন তাকে হালকা আঘাত করে বললেন, যখন ওমর তোমাদের কাছে গিয়ে খোঁজ-খবর নেয় তখন তো পাত্তা দাও না। এখন কেন এসেছ?
লোকটি তখন গজগজ করতে করতে চলে গেল। পরে ওমর রাঃ লোকটিকে ডেকে আনলেন।
এরপর তার হাতে একটি লাঠি দিয়ে বললেন, লাঠিটি নাও। তোমাকে আমি যেভাবে আঘাত করেছি আমাকে সেভাবে আঘাত করো।
লোকটি তখন বললো, হে আমীরুল মুমিনীন! এটা হয় না। আমি আল্লাহর জন্য বিষয়টি ছেড়ে দিয়েছি। এরপর ওমর রাঃ লোকটির কাজটি করে দিলেন।
আঘাতের বদলে মুদ্রা – ওমর রাঃ এর চরিত্র
ইলিয়াস ইবনে সালামাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন, উমর রাঃ একবার বিশেষ কাজে কোথাও যাচ্ছিলেন। যথারীতি তার হাতে লাঠি ছিল।
ইলিয়াস ইবনে সালামাহর পিতা তখন বাজারে। ওমর রাঃ বললেন, পথ ছেড়ে দাও সালামা। এরপর সালামাকে উমর রাঃ মৃদু আঘাত করলেন।
পরের বছর আবার বাজারে তার সাথে দেখা হলো। তখন ওমর রাঃ সালামাকে বললেন, হে সালামা! তুমি কি এ বছর হজ্জ্বের নিয়্যত করেছ?
সালামা রাঃ বললেন, জ্বি। আমিরুল মুমিনীন!
তখন ওমর রাঃ তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। এরপর তাকে ৬০০ দিরহামের একটি থলে দিয়ে বললেন, সালামা!
এটা থেকে খরচ করো। গত বছর তোমাকে যে আঘাত করেছিলাম, সেটা থেকে দিচ্ছি। তখন সালামা বললেন,
আমি তো এটা ভুলেই গিয়েছিলাম।
ওমর রাঃ বললেন, আমি এটা এখনো ভুলি নি।
ওমরের ধর্মানুরাগ
মাদান ইবনে আবু তালহা রাঃ বলেন, একবার ওমর রাঃ এর নিকট এক ধরণের মিষ্টান্ন খাবার পাঠানো হয়েছিল।
খাবারগুলো সবার মধ্যে বিলিয়ে দিতে নির্দেশ দিলেন এবং বললেন,
হে আল্লাহ! আপনি তো জানেন, আমি তাদের জন্য এগুলোর ব্যবস্থা করতে পারি নি। আর তাদের সাথে ভাগাভাগি না করে আমি কখনো এগুলো নিজের জন্য রাখতে যাব না।
আমার ভয় হয়, আপনি না আবার এই খাবারগুলো উমরের পেটের জন্য আগুন বানিয়ে দেন।
হযরত ওমর রাঃ সর্বদা ইসলামকে প্রতিটি ক্ষণে মান্য করার চেষ্টা করতেন। কখনো কোনো বিষয় জানা না থাকলে অন্য সাহাবীদের থেকে জেনে নিতেন।
তিনি ইসলামের বিধি-বিধানের ক্ষেত্রে নিজের পরিবারকেও কখনো ছাড় দিতেন না।

এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ কিছু পন্য খুব সস্তায় ক্রয় করলেন। এটা জেনে ওমর রাঃ খুব রাগান্নিত হলেন।
তিনি তাকে বললেন, লোকেরা তোমাকে খলিফার পুত্র জেনে কম দামে পন্য দিয়েছে। আমি কখনো এটা মেনে নিতে পারবো না।
উক্ত পন্যগুলো একজন কুরাইশ ব্যবসায়ী যেমন অনেক লাভে কারো নিকট বিক্রি করে তেমনি তোমার নিকট আমি সর্বোচ্চ লাভ রেখে বিক্রি করছি। চাইলে ক্রয় করো। বা পন্য তার মালিকদের নিকট ফেরৎ দাও।
তথ্যসুত্র
জীবন ও কর্ম: ওমর রাঃ