ওমর রাঃ এর হিজরত

image_printলেখাটি প্রিন্ট অথবা পিডিএফ করুন

ওমর রাঃ এর হিজরত – রাসূল সা. মদীনায় হিজরতের অনুমতি প্রদানের পর হযরত ওমর রা. হিজরত করার উদ্যোগ গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেছেন,

আলী রা. আমাকে বলেছেন যে, একমাত্র ওমর রা. প্রকাশ্যে হিজরত করেছেন। এছাড়া সকলেই লুকিয়ে হিজরত করেছেন।

যখন হযরত ওমর রা. হিজরতের সিদ্ধান্ত নিলেন তখন তিনি তরবারী কোষবদ্ধ করে, কাঁধে তীর-ধনুক নিয়ে কাবার উদ্দেশ্যে রওয়ানা হন।

কুরাইশরা তখন কাবার প্রাঙ্গনে অবস্থান করছিল। হযরত ওমর রা. ধীরে সুস্থে কা’বা ঘর তাওয়াফ করেন।

তারপর মাকামে ইবরাহিমের সামনে গিয়ে নামাজ পড়লেন।

এরপর তিনি একে একে সকলের সামনে গিয়ে বললেন, তোমরা ধ্বংস হয়ে যাও। আল্লাহ তোমাদের মর্যাদাকে ধূলায় মিশিয়ে দিবেন।

যে তার মাকে সন্তানহারা, তার সন্তানকে এতিম ও তার স্ত্রীকে বিধবা করতে চায় সে যেন এই উপত্যকার পেছনে আমার সাথে মোকাবেলা করতে আসে।

কখন ওমর রা. মদীনায় আসলেন

ওমর রাঃ এর হিজরত – হযরত ওমর রা. রাসূল সা. এর মদীনায় হিজরত করার পূর্বেই নিজে মদীনায় হিজরত করেন।

তখন হযরত ওমরের সাথে পরিবারের সদস্যরা ছিল।

তার ভাই জায়েদ বিন খাত্তাব, সুরাকা বিন মুতামিরের দুই ছেলে আমর ও আব্দুল্লাহ, তার মেয়ে হাফসার স্বামী খুনায়েস ইবনে হুজাইফা আস সাহমী রা. সহ আরো অনেকে।

 হযরত বারা ইবনে আযিব রা. বলেছেন, মুসআব ইবনে উমাইর রা. সবার আগে মদীনায় আগমন করেন। তিনি আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন।

এরপর বিলাল, সাদ, আম্মার বিন ইয়াসির রা. মদীনায় আসেন। এরপরই ওমর রা. প্রায় ২০ জনের কাফেলা নিয়ে মদীনায় আগমন করেন।

ওমর রা. এর পরেই আবু বকর ও রাসূল সা. মদীনায় হিজরত করেন। এতে মদীনাবাসী অত্যন্ত খুশী হয়েছিল।

রাসূল সা. ওমর রা. কে উয়াইম ইবনে সাইদা ও উতবান ইবনে মালিক এবং মুআয ইবনে আফরা রা. এর সাথে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দিলেন।

তথ্যসুত্র

জীবন ও কর্ম: ওমর রা.। পৃষ্ঠা ৫১-৫৪

আরো পড়ুন

আবু বকর রা. জীবনী

আবু তালেবের উপর কুরাইশদের বলপ্রয়োগ

সাহাবাদের উপর কাফেরদের জুলুম নির্যাতন

ওমর রা. এর ইসলামের দাওয়াত

হালিমার বাড়িতে নবীজির শৈশবকাল

বাহ্যিক লিংক থেকে পড়ুন

ইসমাইল রা. কি দাসীর পুত্র ছিলেন?

কুরআনে কি কোনো ব্যাকরণগত ভুল আছে?

হজ্জ্বের রীতিনীতিগুলো কি জাহেলিয়্যাতের আরবদের থেকে নেয়া?

বিশেষ দ্রষ্টব্য: আমাদের লেখাগুলো সূচিপত্র অনুযায়ী দেখুন www.subject.arhasan.com এই ওয়েবসাইটে। আমরা কোন প্রকাশনীর বই রেফারেন্স হিসেবে ব্যবহার করি তা জানতে ভিজিট করুন www.arhasan.com/book এই ওয়েবসাইটে। আমাদেরকে গুগল নিউজে ফলো করতে পারেন এই লিংক থেকে। আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এই লিংক থেকে। এই লেখার লেখক সম্পর্কে আরো জানুন এই লিংক থেকে

ওমর রাঃ কখন হিজরত করেন

রাসূল সা. এর পূর্বে ওমর রাঃ মদীনায় হিজরত করেন

হিজরতের সময় ওমর রাঃ এর সাথে কারা কারা ছিলেন

তার ভাই জায়েদ বিন খাত্তাব, সুরাকা বিন মুতামিরের দুই ছেলে আমর ও আব্দুল্লাহ, তার মেয়ে হাফসার স্বামী খুনায়েস ইবনে হুজাইফা আস সাহমী রা. সহ আরো অনেকে।

লেখাটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন……
image_printলেখাটি প্রিন্ট অথবা পিডিএফ করুন

আমি একজন মুসলিম ও ইসলামিক আলোচক। পড়ালেখা করেছি কওমী মাদ্রাসায়। পরবর্তীতে সাইন্স বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে আমি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত। অবসরে আমি বই পড়তে পছন্দ করি। নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে ভালোবাসি। আমার ইচ্ছা, ভালো মানুষ হয়ে সমাজকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বিরত রাখার চেষ্টা করা।

https://alfan.link/abdurrahmanalhasan