Project

Project

১৪ বছর মেয়াদী শিক্ষাব্যবস্থা প্রকল্প

কওমী মাদ্রাসা ও স্কুল, এই দুইটার সমন্বয়ে একটি নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। যেখানের তালিবে ইলমরা একদিকে যেমন ইলমি লাইনে বিজ্ঞ ও প্রাজ্ঞ হবে, তেমনি দুনিয়াবী বিভিন্ন লাইনে বিজ্ঞ ও প্রাজ্ঞ হবে ইনশাল্লাহ

2

Completed Tasks

0

Active Tasks

1

Messages

Class 1 বা প্রথম বর্ষ - শিক্ষানীতির প্রথম বছর: Class 1 তথা প্রথম বর্ষে সে পড়বে বাংলা শেখার বই, ইংরেজি শেখার বই, আরবি কায়দা, তাজবীদ ও ছোট মাসআলা, গণিত শেখার বই, ইসলামিক সাধারণ জ্ঞান। প্রাকটিক্যাল হিসেবে থাকবে, কিভাবে নামাজ পড়তে হয়? বিজ্ঞান ছোটখাটো প্রজেক্ট। সেটা বিজ্ঞানবাক্স দিয়ে শুরু করা যেতে পারে।
Class 2 বা দ্বিতীয় বর্ষ - দ্বিতীয় বছর: Class 2 তে একজন সন্তান বাংলা শিক্ষণীয় ছড়া-কবিতা, বাংলা শিক্ষণীয় গল্প পড়বে। ইংরেজি শিক্ষণীয় ছড়া-কবিতা, ইংরেজি শিক্ষণীয় গল্প, প্যারাগ্রাফ পড়বে। আরবীর ক্ষেত্রে সে কুরআন শরীফের ৩০ নং পারা পুরোটা মুখস্ত করবে এই সময়। গণিতের ক্ষেত্রে সে যোগ-বিয়োগ, গুণ-ভাগ পূর্ণ শিখবে। নাম শিখবে ২-৫ পর্যন্ত। প্রাকটিক্যাল হিসেবে থাকবে: বিজ্ঞানবাক্স, বিজ্ঞান প্রজেক্ট, আরবি হাতের লেখা, গাছ লাগানো