গাজার জন্য সহায়তা

গাজার জন্য সহায়তা

গাজার জন্য সহায়তা – তুফানুল আকসা শুরু হওয়ার পর থেকে ৭ মাস হয়ে গেল। এখনো দখলদাররা ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

গত ০৯ এপ্রিল ২০২৪ তারিখের পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় দখলদারবাহিনীর চলমান আগ্রাসনের ফলে ৩৪,৯০৪+ জন শহীদ হয়েছেন। এছাড়াও আহত রয়েছে প্রায় ৭৮,৫১৪+ জনের বেশি। 

হামাসের দায়িত্বশীল উসামা হামদান বলেছেন, বর্তমানে রাফাহ শহরে আড়াই মিলিয়ন বাসিন্দা রয়েছে। যারা ৭ অক্টোবর ২০২৩ এর পর ইসরাইলি হামলায় ঘর-বাড়ি হারিয়ে শরণার্থীদের ন্যায় জীবন-যাপন করছে। তাদের উপর ইসরাইল নতুন করে ইসরাইল হামলা শুরু করেছে। গাজ্জার সর্বত্র এখন হামলা চলছে। জায়োনিস্টরা স্কুল, খোলা জায়গা, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, শরণার্থীদের তাবুর উপর বোমা হামলা করছে। 

 বর্তমানে উত্তর গাজ্জার হাসপাতালগুলিতে চিকিৎসা সহায়তা এবং জ্বালানি পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েলি হানাদাররা বাধা দিচ্ছে। এছাড়াও উত্তর গাজার হাসপাতালগুলি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

উত্তর গাজ্জায় ত্রান খুব কম পরিমাণে পৌঁছায় মানুষ পশু-পাখির খাবারকে একটি প্রক্রিয়ায় পিঠা বানিয়ে ক্ষুধা নিবারণ করছে।

অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। মিসরের রাফাহ ক্রসিং দিয়ে প্রতিদিন ২০০ এর কাছাকাছি ত্রানের ট্রাক প্রবেশ করছে। যদিও এটি অনেক কম। হামাসের জনৈক দায়িত্বশীল বলেছেন, কমপক্ষে ৫০০ ট্রাক দরকার মানুষের প্রয়োজন পূরণার্থে।

এছাড়াও গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, গাজ্জায় বর্তমানে সাড়ে ৩ লাখের বেশি মানুষ গুরুতর রোগে আক্রান্ত। 

কিন্তু তারা চিকিৎসা পাচ্ছে না। কারণ, গাজ্জায় চিকিৎসা সরঞ্জাম অবশিষ্ট নেই। আর-রিহলাহ ফাউন্ডেশন ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহে কাজ করছে।

এই টাকা বর্তমানে ফিলিস্তিনে কাজ করা One Nation , One Ummah UK এর মাধ্যমে ও গাজ্জার স্থানীয় কিছু ভাইদের মাধ্যমেও পাঠানো হবে ইনশাআল্লাহ

অনুদান দিন

গাজ্জার জন্য খাদ্য

গাজ্জার মানুষের জন্য গরম খাদ্য সংগ্রহে সাহায্য করুন
১০০০ এক হাজার টাকা অনুদান
  • one nation এর মাধ্যমে প্রেরণ
  • গাজ্জার বাসিন্দাদের মাধ্যমে প্রেরণ
  • One Ummah UK মাধ্যমে প্রেরণ
  • বিকাশ পেমেন্ট সিস্টেম
বর্তমানে জনপ্রিয়

গাজ্জার জন্য খাদ্য

গাজ্জার মানুষের জন্য অনুদান দিন
Custom নিজের ইচ্ছানুযায়ী অনুদান
  • গাজ্জার বাসিন্দাদের মাধ্যমে প্রেরণ
  • one nation এর মাধ্যমে প্রেরণ
  • One Ummah UK মাধ্যমে প্রেরণ
  • বিকাশ,নগদ,রকেট,ব্যাংক সিস্টেম

গাজ্জার জন্য খাদ্য

গাজ্জার মানুষের জন্য গরম খাদ্য সংগ্রহে সাহায্য করুন
৫০০ পাঁচশত টাকা অনুদান
  • one nation এর মাধ্যমে প্রেরণ
  • গাজ্জার বাসিন্দাদের মাধ্যমে প্রেরণ
  • One Ummah UK মাধ্যমে প্রেরণ
  • বিকাশ পেমেন্ট সিস্টেম

গাজ্জার জন্য চিকিৎসা

গাজ্জার আহত মানুষের জন্য চিকিৎসা বাবদ অনুদান দিন
৫০০০ পাঁচ হাজার টাকা অনুদান
  • one nation এর মাধ্যমে প্রেরণ
  • গাজ্জার বাসিন্দাদের মাধ্যমে প্রেরণ
  • One Ummah UK মাধ্যমে প্রেরণ
  • বিকাশ পেমেন্ট সিস্টেম

গাজ্জার জন্য প্রয়োজনীয়

গাজ্জার মানুষের প্রয়োজনীয় উপাদান বাবদ অনুদান
১০০০ এক হাজার টাকা অনুদান
  • one nation এর মাধ্যমে প্রেরণ
  • গাজ্জার বাসিন্দাদের মাধ্যমে প্রেরণ
  • One Ummah UK মাধ্যমে প্রেরণ
  • বিকাশ,নগদ,রকেট,ব্যাংক সিস্টেম

গাজ্জার জন্য প্রয়োজনীয়

পবিত্র রমাদানে গাজ্জার মানুষের জন্য অনুদান
Custom নিজের ইচ্ছানুযায়ী অনুদান
  • গাজ্জার বাসিন্দাদের মাধ্যমে প্রেরণ
  • one nation এর মাধ্যমে প্রেরণ
  • One Ummah UK মাধ্যমে প্রেরণ
  • বিকাশ পেমেন্ট সিস্টেম

আমাদের কার্যক্রম

নবম ধাপে গাজার জন্য অনুদান পাঠানো

আলহামদুলিল্লাহ, নবম ধাপে ১৭ এপ্রিল ২০২৪ তারিখে আমরা গাজ্জার জন্য অনুদান পাঠিয়েছি শ্রদ্ধেয় সাইফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে। আমাদের এবার অনুদান উঠেছিল মোট ১,১৭,১৪০৳ টাকা। অচিরেই তা পাঠানো হবে এবং গাজ্জায় অবস্থিত আমাদের প্রতিনিধি মুয়াজ ভাই তা পাবেন এবং কার্যক্রম শুরু করবেন। তখন আমরা গাজ্জার কার্যক্রমের ছবি ও ভিডিও প্রকাশ করবো ইনশাআল্লাহ

৮ম ধাপে অনুদান প্রেরণ

আলহামদুলিল্লাহ, ৮ম ধাপে আমরা আজ ০৪ এপ্রিল ২০২৪ তারিখে গাজ্জায় অনুদান পাঠিয়েছি শ্রদ্ধেয় সাইফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে। আমরা সাইফুল ইসলাম ভাইয়ের হাতে অনুদান দিয়েছি। আমাদের মোট অনুদান পাঠানো হয়েছে ৭৮,৭০০৳ টাকা। এই টাকা দিয়ে গাজ্জায় অবস্থিত আমাদের প্রতিনিধি মুয়াজ খাইরুদ্দিন ভাই প্রয়োজনীয় জিনিষ ক্রয় করে অসহায় ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করেছেন। তিনি আমাদের নিকট ভিডিওচিত্র পাঠিয়েছেন। তা আমরা আমাদের পেজ ও চ্যানেলে প্রকাশ করেছি। নিচের বাটনে ক্লিক করেও আমাদের সকল কার্যক্রমগুলো দেখতে পারবেন। 

যারা যারা অনুদান দিয়েছেন, সকলকে জানাই কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ

আলহামদুলিল্লাহ, ৬ষ্ঠ ধাপে আমরা আজ ১০ মার্চ ২০২৪ তারিখে গাজ্জায় অনুদান পাঠিয়েছি শ্রদ্ধেয় সাইফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে। আমরা সাইফুল ইসলাম ভাইয়ের হাতে সকালে অনদান দিয়েছি। আমাদের মোট অনুদান পাঠানো হয়েছিল ৩৫,১০০৳ টাকা। এই টাকা দিয়ে গাজ্জায় অবস্থিত মুয়াজ খাইরুদ্দিন ভাই প্রয়োজনীয় জিনিষ ক্রয় করে প্রায় ৩০টি পরিবারের মধ্যে বিতরণ করেছেন। এছাড়াও এই অনুদানে আর-রিহলাহ ফাউন্ডেশন ছাড়াও আরো অনেকে যুক্ত হয়েছিল। সকলেরটা মিলেই এই মহান কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয়েছে। 

এছাড়াও ৭ম ধাপে গত ১৮ মার্চ ২০২৪ তারিখে আর-রিহলাহ ফাউন্ডেশন থেকে সাড়ে ১৩ হাজার টাকা পাঠানো হয়। উক্ত টাকা গাজ্জায় অবস্থিত মুয়াজ ভাইয়ের নিকট অনুদান হিসেবে পাঠানো হয়।

চলমান কার্যক্রম

আলহামদুলিল্লাহ, পঞ্চম ধাপে গাজার জন্য সহায়তা পাঠানো হয়েছে ২৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে। এবার আমাদের মোট টাকা উঠেছিল ৫১,০০০৳ থেকে একটু বেশি। 

আমরা মোট ৪৭,৯৬৯৳ পাঠিয়েছি। ব্যাংকের ডলার রেট কমে যাওয়ায় খানিকটা কম গিয়েছে। বাকী টাকাগুলো আমরা পরবর্তী ডোনেশনে যুক্ত করে দিব  ইনশাআল্লাহ। 

এবারের অনুদান পাঠানো হয়েছে One Nation UK এর মাধ্যমে। আমরা ডোনেশনে ১০০% অনুদান নীতি অনুসরণ করে থাকি।

গাজার জন্য সহায়তা

আলহামদুলিল্লাহ, চতুর্থ ধাপে গাজার জন্য সহায়তা পাঠানো হয়েছে ১২ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে।

এবার আমাদের মোট টাকা উঠেছিল ২৭,৯৫০৳ থেকে একটু বেশি। আমরা উক্ত টাকা one nation এর মাধ্যমে ফিলিস্তিনের গাজায় পাঠিয়েছি। 

আমাদের ডোনেশনে ১০০% অনুদান নীতি থাকায় এটির প্রসেসিং ফি, ভ্যাট ফাউন্ডেশন নিজেই বহন করেছে।

donate for gaza

আলহামদুলিল্লাহ, তৃতীয় ধাপে ফিলিস্তিনের গাজ্জার জন্য ডোনেশন পাঠানো হয়েছে One Ummah Charity এর মাধ্যমে। তারা ফিলিস্তিনে তুফানুল আকসা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক কাজ করেছে। এবার আমাদের ফান্ডে ফিলিস্তিনের জন্য মোট টাকা উঠেছিল ২৮০০৳। One Ummah Charity তে উক্ত টাকা পাউন্ড হিসেবে পাঠানো হয়েছে। ১০ জানুয়ারী ২০২৪ তারিখে ১ পাউন্ড = ১৪৬.২৳ করে রেট কাঁটা হয়েছে। সেই মোতাবেক আমরা মোট £20.00 পাউন্ড পাঠিয়েছি। আমাদের উক্ত টাকা সম-পরিমাণ এসেছে ২,৯২৪৳। বাড়তি ১২৪৳ ফাউন্ডেশন বহন করেছে। আমাদের ডোনেশনে ১০০% ডোনেশন নীতি অনুসরণ করা হয়।

২য় ধাপে ফিলিস্তিনের জন্য ডোনেশন

আর-রিহলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে ফিলিস্তিনের জন্য ডোনেশন প্রেরণ করা হয়েছে।

প্রথম ধাপে ফিলিস্তিনে ১১ নভেম্বর ২০২৩ তারিখে আমরা ১৪১৪৳ ডোনেট পাঠিয়েছিলাম।

এখন দ্বিতীয় ধাপে (১১ ডিসেম্বর ২০২৩) আমরা ৪৮০৪৳ ডোনেট পাঠাতে পেরেছি।

উক্ত টাকা ফিলিস্তিনে বর্তমানে কাজ করা One Nation এর নিকট পাঠানো হয়েছে। ডোনেশন নং #293946 ।

আমাদের ও অন্যান্যদের গাজ্জায় কার্যক্রমের ভিডিওচিত্র

মিশর থেকে গাজা
Scroll to Top