পর্ন সাইট ব্লক করুন মোবাইলে

পর্ন সাইট ব্লক করুন মোবাইলে – চোখের সামনে মোবাইলটি ধরা আছে। সংযোগ রয়েছে ফাইভ জি ইন্টারনেট বা কয়েক এমবিবিএস এর ওয়াইফাই সংযোগ।

ইন্টারনেট আমাদের পৃথিবীর দৈনন্দিন কাজকে অত্যন্ত সহজ করে দেয়। কিন্তু এই ইন্টারনেটেই একটি রয়েছে অন্ধকার জগত।

যেই জগতে যে কেউ প্রবেশ করার পর প্রথম প্রথম কান্ডকারখানা দেখে বমি আসলেও একটা সময় তাতে মানুষ আসক্ত হয়ে যাবে।

নিষিদ্ধ জিনিসে সকলেরই আগ্রহ। আর তা যদি হয়, একজন যুবক বা যুবতীর ক্ষেত্রে। তাহলে তো কথাই নেই।

আমরা নিষিদ্ধ জিনিষের প্রতি আগ্রহী হয়ে আমাদের নিজেদের ধ্বংস করছি।

পর্ন কিভাবে আপনাকে ও সমাজকে ধ্বংস করে

আপনি হয়তো ভাবছেন, এখনো বিয়ে করেন নি। তাই সাময়িক সুখের জন্য পর্ন দেখে খানিকটা উপভোগ করবেন। কিন্তু এই জগতটি বড়ই অন্ধকারচ্ছন্ন।

এই জগতের প্রবেশদ্বার দিয়ে একবার প্রবেশ করলে আপনি আর কখনো তা দিয়ে বের হতে পারবেন না।

আপনি আটকা পড়ে যাবেন এই জগতে। ফেঁসে যাবেন বিবেক ও জীবনের চোরাবালিতে। এই পর্ন দেখে যুবক যুবতীরা অজান্তেই নিজেকে শেষ করে দেয়।

পর্ন সাইট ব্লক

কিভাবে মোবাইলে পর্ন সাইট চিরতরে বন্ধ করবেন

মোবাইলে পর্ন সাইট ব্লক করার জন্য অনেক অপশন রয়েছে। কিন্তু এই সকল অপশনগুলো হয়তো আপনি জানেন বা অন্যান্য ওয়েবসাইটে পেয়ে যাবেন।

শয়তান মানুষের চিরশত্রু। যখন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে তখন আপনি সেগুলো ব্লক করে পর্ন দেখবেন। এটাই স্বাভাবিক।

আপনাকে আজ আমরা ইনশাল্লাহ সবচেয়ে কঠিন পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিব। সফটওয়্যারটির নাম Blocker Hero

এটি আপনার মোবাইলে ইন্সটল করার পর সকল ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট ও সময় নষ্ট করার অপশনগুলো ব্লক করে দিবে।

এমনকি এটি আপনি আনইন্সটল ও করতে পারবেন না। যেটি এই অ্যাপসের সবচেয়ে ভালো দিক।

আপনাকে নির্দিষ্ট সময় সেট করে দেয়া হবে। সেই সময়ের মধ্যে আপনি কোনোভাবে এই সফটওয়্যারটি আনইন্সটল করতে পারবেন না।

এতে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন।

Blocker Hero অ্যাপস এর ফ্রি ভার্সনের সুবিধা

১. অ্যাডাল্ট কন্টেন্টসমূহ ব্লক করে দেয়া

২. গুগল সার্চ অপশন থেকে ইমেজ ও ভিডিও ব্লক করে দেয়া (এটি আপনার সুবিধা অনুযায়ী।

আপনি চাইলে এটি অফ রাখতে পারেন)

৩. ইউটিউব সর্ট, ফেইসবুক রিল ও ইন্ট্রাগ্রাম রিল ব্লক করে দেয়া (এটি আপনার সুবিধা অনুযায়ী।

আপনি চাইলে এটি অফ রাখতে পারেন)

৪. টেলিগ্রাম সার্চ ব্লক করে দেয়া

৫. ১ দিন পর্যন্ত আনইন্সটল প্রটেকশন। এটি চালু থাকা অবস্থায় আপনি সফটওয়্যারটি ডিলিট করতে পারবেন না আপনার মোবাইল থেকে

৬. ফোকাস মুড অপশন

Blocker Hero প্রিমিয়াম ভার্সনের সুবিধা

উপরোক্ত সকল সুবিধাসহ আরো বেশ কিছু সুবিধা প্রিমিয়াম ভার্সনে রয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো,

আপনি সফটওয়্যারটিতে আনলিমিটেড সময় পর্যন্ত আনইন্সটল প্রটেকশন পাবেন।

এটি বর্তমানে একমাসের জন্য আপনি ১৫০ টাকা। ৩ মাসের জন্য ৪৫০ টাকা।

১ বছরের জন্য ১৪০০ টাকা এবং আজীবনের জন্য ১৬০০ টাকা (ভ্যাট প্রযোজ্য) দিয়ে আপনি কার্ড দিয়ে গুগল পে এর মাধ্যমে সাবসক্রিপশন নিতে পারেন।

তবে আমরা একটি বিকল্প ব্যবস্থা পেয়েছি। যা হয়তো আপনার উপকারে আসতে পারে।

উক্ত প্রিমিয়াম ভার্সনটি ফ্রিতে ব্যবহার করার একটি টুল আমরা আপনাকে প্রদান করতে পারি।

চাইলে সেটি আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনার উচিৎ হবে, সরাসরি প্লে স্টোর থেকে উক্ত সফটওয়্যারটি ব্যবহার করা।

Blocker Hero ডাউনলোড লিংক

ফ্রি ভার্সন সরাসরি প্লে স্টোর থেকে ডাউলোড করুন

প্রিমিয়াম ভার্সনটি আমাদের নিকট হতে ডাউনলোড করুন ফ্রিতে

কৃতজ্ঞতা

সর্বপরি এই সফটওয়্যারটি খুবই পাওয়ারফুলভাবে কাজ করে। এটি আপনার মোবাইলকে আজীবনের জন্য সুরক্ষা দিতে সক্ষম।

আপনি চাইলেও কোনো পর্ন সাইট বা পর্ন ছবি দেখতে পারবেন না। এই সফটওয়্যারটি সাথে সাথে আপনাকে এসব কন্টেন্ট থেকে বিরত রাখবে ইনশাল্লাহ।

সফটওয়্যার ডেপলপারদের আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। আর মুড ভার্সন ডেপলপারদেরকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।

এছাড়াও মোবাইল প্রাইভেট DNS সেট করার মাধ্যমেও এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এটি করার জন্য মোবাইলে সেটিংস থেকে সার্চ করে প্রাইভেট DNS অপশনে যান।

এরপর অটোমেটিক মুড বন্ধ করে কাস্টম DNS এ ক্লিক করুন। এখানে adult-filter-dns.cleanbrowsing.org পেস্ট করে দিন। ব্যস কাজ হয়ে গেছে।

লেখাটি অন্যের নিকট শেয়ার করে তাকেও জানার সুযোগ করে দিন....

About The Author

Scroll to Top