ওমর রাঃ এর স্ত্রী সন্তানগণ

ওমর রাঃ এর স্ত্রী সন্তানগণ – হযরত ওমর রা. জাহিলিয়্যাতের যুগে উসমান ইবনে মাযউনের বোন যায়নাব বিনতে মাযউনকে বিয়ে করেন। এই ঘরে ৩ সন্তানের জন্ম হয়।

যায়নাব বিনতে মাযউনের গর্ভে আব্দুল্লাহ, বড় আব্দুর রহমান এবং হাফসার জন্ম হয়। ওমর রা. এর আরেকজন স্ত্রী ছিলেন।

নাম হলো, মালিকা বিনতে জারওয়াল। মালিকা বিনতে জারওয়ালের গর্ভে উবায়দুল্লাহর জন্ম হয়। হুদাইবিয়ার সন্ধির সময় মালিকার সাথে ওমর রা. এর বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর আবু আল জাহম এর সাথে মালিকা বিনতে জারওয়ালের বিবাহ হয়।

ওমর রা. এর আরেকজন স্ত্রী ছিলেন। নাম হলো, কুরাইবা নিতে আবি উমাইয়া। তাকেও হুদাইবিয়ার সময় ওমর রা. তালাক দেন।

পরবর্তীতে কুরাইবার সাথে আবু বকর রা. এর সন্তান আব্দুর রহমান বিন আবু বকরের সাথে বিয়ে হয়।

সিরিয়া যুদ্ধে যখন ইরকিমা বিন আবু জাহল রা. শহীদ হন তখন তার স্ত্রী উম্মে হাকীম বিনতে হারিসের সাথে ওমর রা. বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এই ঘরে ফাতেমা নামক এক সন্তানের জন্ম হয়। এরপর হযরত ওমর রা. আওস গোত্রের জামিলা বিনতে আসিম রা. কে বিয়ে করেন।

পরবর্তীতে ওমর রা. আতিকা বিনতে যায়েদ রা. কেও বিয়ে করেছিলেন। ওমর রা. এর শাহাদাতলাভের পর তিনি জুবায়ের ইবনে আওয়াম রা. এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তিনি হযরত ফাতেমা ও আলী রা. এর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। উম্মে কুলসুমের গর্ভে জায়েদ ও রুকাইয়ার জন্ম হয়।

ওমর রা. লুহাইয়া নামক ইয়ামেনী নারীকে বিয়ে করেছিলেন। তার গর্ভে জন্মলাভ করে ছোট আব্দুর রহমান।

ওমর রা. এর স্ত্রীগণ

১. যায়নাব বিনতে মাযউন

২. মালিকা বিনতে জারওয়াল (তালাকপ্রাপ্ত)

৩. কুরাইবা বিনতে আবি উমাইয়া (তালাকপ্রাপ্ত)

৪. জামিলা বিনতে সাবিত

৫. আতিকা ইবনে যায়েদ

৬. উম্মে হাকিম বিনতে হারিস (তালাকপ্রাপ্ত)

৭. উম্মে কুলসুম বিনতে আলী

ওমর রা. এর সন্তানগণ

১. আবদুল্লাহ ইবনে উমর

২. আব্দুর-রহমান ইবনে উমর

৩. জায়েদ ইবনে উমর

৪. উবাইদুল্লাহ ইবনে উমর

৫. আসেম ইবনে উমর

৬. আব্দুর রহমান “মধ্যম” (আবু-মুজাব্বার) ইবনে উমর

৭. আইয়াদ ইবনে উমর

৮. আব্দুর রহমান “ছোট” ইবনে উমর

৯. জায়েদ “বড়” ইবনে উমর

১০. হাফসা বিনতে উমর

১১. ফাতিমা বিনতে উমর

১২. রুকাইয়া বিনতে উমর

১৩. জয়নব বিনতে উমর

পরিবার সম্পর্কে ওমর রা. এর মন্তব্য

হযরত ওমর রা. বলেন, আমি কখনো বাসনা চরিতার্থ করার জন্য এতগুলো বিয়ে করি নি। আমার যদি সন্তানলাভের আকাঙ্খা না থাকতো তাহলে কখনো আমি নারীদের দিকে ফিরেও তাকাতাম না। – ওমর রাঃ এর স্ত্রী সন্তানগণ

তথ্যসুত্র

জীবন ও কর্ম: ওমর রা.। পৃষ্ঠা ৩৩-৩৫

বাংলা উইকিপিডিয়া

আরো পড়ুন

ওমর রা. এর পিতা খাত্তাব কেমন ব্যক্তি ছিলেন

হযরত আবু বকর রা. এর পূর্ণাঙ্গ জীবনী

প্রতারক উবায়দুল্লাহ মাহদীর কে ছিল

মুসলমানদের জন্য আবু বকর রা. এর সম্পদ ব্যয়

বীমা কাকে বলে

আবু লাহাবের করুন পরিণতি

আবু যর গিফারী রা. এর ইসলাম গ্রহণ

বাহ্যিক লিংক থেকে পড়ুন

হজ্জের সময় শয়তান মনে করে পাথর নিক্ষেপ করা হয় কেন

মুআবিয়া রা. কি আপত্তিকর অবস্থায় দাসীদের সাথে থাকতেন

ঈদুল আযহায় কি পশু কোরবানী করা অনৈতিক?

অমুসললিমদের সাথে কি বন্ধুত্ব করা যাবে?

নবীজি কি তার পালক ছেলের বউ কে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিলেন?

ওমর রাঃ এর কত জন স্ত্রী ছিল

তালাকপ্রাপ্তাসহ মোট ৭ জন। তাদের মধ্য থেকে ৩ জনকে তিনি তালাক দিয়েছেন

ওমর রাঃ এর কত জন সন্তান ছিল

সর্বমোট ১৩ জন সন্তান ছিল হযরত ওমর রা. এর। যাদের মধ্যে ৯ জন ছেলে ও ৪ জন মেয়ে

গাজ্জার জন্য অনুদান

৭ অক্টোবর ২০২৩ তারিখে তুফানুল আকসা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের গাজ্জায় অসংখ্য মানুষ আহত ও শহীদ হয়েছে। বহু মানুষ নিজেদের ঘর-বাড়ী হারিয়েছে। এছাড়াও বর্তমানে গাজ্জার ৯৮% মানুষ অনাহারে জীবন-যাপন করছে। গাজ্জার মানুষের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?

আর-রিহলাহ ফাউন্ডেশন তুফানুল আকসা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের গাজ্জার জন্য ডোনেশন সংগ্রহ করে আসছে। এই মহান কাজে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।

অনুদান দিন

Scroll to Top