উসমান রা. এর কনস্টান্টিনোপল বিজয়ের পরিকল্পনা

আমিরুল মুমিনীন হযরত উসমান রা. রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের পরিকল্পনা থাকেন।

যেহেতু কনস্টান্টিনোপল জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদদের জন্য হাদীসে ক্ষমা ও জান্নাতের সুসংবাদ রয়েছে, তাই সাহাবারা তা জয় করাটা গুরুত্বপূর্ণ মনে করতেন।

হযরত মুয়াবিয়া রা. পূর্বেই কনস্টান্টিনোপল উপকূল পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন। সমস্যাটা হলো, শহরের তিনদিকেই হলো সমুদ্র।

ভৌগলিকভাবে শহরটিতে এই দিক থেকে আক্রমণ করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এত সহজে সাহাবারা হাল ছাড়ার পাত্র ছিলেন না।

মুসলমানদের ইউরোপ জয়ের পরিকল্পনা

হযরত উসমান রা. অত্যন্ত উন্নত মনোবলের অধিকারী ছিলেন। তিনি প্রথমে পুরো ইউরোপ জয় করে স্থলভাগ দিয়ে উত্তর দিক থেকে কনস্টান্টিনোপল ঘেরাও করার সিদ্ধান্ত নেন।

এ জন্য তিনি একটি নকশা প্রস্তুত করেন। প্রথমেই স্পেন এরপর ফ্রান্স এরপর ইতালি এরপর বলকান অঞ্চলে (বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, গ্রিস, সার্বিয়া, হাঙ্গেরি, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, কসোভা) অভিযান পরিচালনা করতে হবে।

এরপর এসব অঞ্চল আয়ত্বে এনে কনস্টান্টিনোপল পৌঁছাতে হবে। এ ভিত্তিতে উসমান রা. আফ্রিকার সিপাহসালার হযরত উকবা ইবনে নাফে রা. কে চিঠি লিখেন।

মুসলিম বাহিনী সে সময় মরক্কো পর্যন্ত ভূখন্ড নিজেদের আয়ত্তে এনে ফেলেছিলেন। স্পেন এবং মরক্কোর মাঝে শুধু সমুদ্র প্রতিবন্ধক ছিল।

ইতিপূর্বে হযরত উসমান রা. এর নির্দেশে ২৭ হিজরীতে আফ্রিকার ইসলামী বাহনী সমুদ্র অতিক্রম করে  স্পেনে অভিযান পরিচালনা করেছিলেন।

মুসলমানরা তখনই বিজয়ী হয়ে ফিরে এসেছিলেন। কিন্তু সেটি ভূখন্ড হস্তগত করার মতো অভিযান ছিল না। বরং তা ছিল গেরিলা আক্রমণ।

এর মাধ্যমে ভবিষ্যতের জন্য শত্রুদের শক্তিমত্তা যাছাই করা উদ্দেশ্য ছিল। এটাই ইউরোপে মুসলমানদের প্রথম পদক্ষেপ।

কনস্টান্টিনোপল বিজয়ের পরিকল্পনা
কনস্টান্টিনোপল বিজয়ের পরিকল্পনা

তথ্যসুত্র

মুসলিম উম্মাহর ইতিহাস, খন্ড ৩, পৃষ্ঠা ২৯৬

আন্দালুসের ইতিহাস, খন্ড ১, পৃষ্ঠা ৬৩

আল কামিল ফিত তারিখ, খন্ড ২, পৃষ্ঠা ৪৮৮-৪৮৯

আল বিদায়া ওয়ান নিহায়া, খন্ড ১০, পৃষ্ঠা ২৩৭-২৩৯

বলকান রাষ্ট্রের বর্তমান সীমানা

আরো পড়ুন

হযরত উসমান রা. এর সমুদ্র অভিযান

সমুদ্রের মধ্যে মাস্তুল যুদ্ধ

হযরত উসমান রা. এর আফ্রিকা অভিযান

খলিফা হিসেবে হযরত উসমান রা.

হরমুজানের হত্যাকাণ্ড ও পরবর্তী ঘটনা

আবু বকর রা. এর সময়ে ফেতনার আত্মপ্রকাশ

সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ

নাহাওয়ান্দের যুদ্ধ

আমর ইবনে আস রা. এর মিসর বিজয়

কনস্টান্টিনোপল বিজয়ের পরিকল্পনা করেন কে ?

আমিরুল মুমিনীন হযরত উসমান রা.

কনস্টান্টিনোপল বিজয় করেন কে ?

সপ্তম উসমানীয় সুলতান মুহাম্মাদ আল ফাতিহ্ রহ.

Abdur Rahman Al Hasan
Scroll to Top